শিবিরের দেশব্যাপী বিক্ষোভ রবিবার
শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং বিসিএসে ছাত্রলীগকে অনৈতিক সুবিধা প্রদানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের প্রতিবাদে রবিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে শনিবার রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
শিবির সভাপতি ও সেক্রেটারি জেনারেল বলেন, ‘ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসে যখন ছাত্রসমাজ অতিষ্ঠ হয়ে পড়েছে, তখন ছাত্রসমাজকে অবজ্ঞা করে শুধু ছাত্রলীগ কর্মীদের চাকরি দেওয়ার ঘোষণা দিয়ে এইচটি ইমাম ছাত্রসমাজের মনে আগুন ধরিয়ে দিয়েছেন। এ বক্তব্য ছাত্রসমাজের জন্য চরম অবমাননাকর। অন্যদিকে তার বক্তব্যে উৎসাহিত হয়ে ছাত্রলীগ কর্মীরা হলে নিজের অবস্থান তৈরির জন্য ক্যাম্পাসগুলোতে অস্ত্রের মহড়া দিয়ে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে; যা শিক্ষার পরিবেশকে আরও ক্ষতিগ্রস্ত করছে। সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে।’
শিবির নেতৃদ্বয় বলেন, ‘এইচটি ইমামের এই দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্যে ছাত্রসমাজ এবং দেশবাসী হতবাক ও বিক্ষুব্ধ। ছাত্রলীগের সন্ত্রাস বা এইচটি ইমামের নৈতিকতাহীন বক্তব্য মেনে নিতে ছাত্রসমাজ প্রস্তুত নয়। তাই অবিলম্বে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও এইচটি ইমামের বক্তব্য প্রত্যাহার করে ছাত্রসমাজের কাছে ক্ষমা চাইতে হবে।’
এ দাবিতে রবিবারের বিক্ষোভ কর্মসূচি ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীকে শান্তিপূর্ণ উপায়ে পালনের আহ্বান জানান তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকেও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহায়তার জন্য আহ্বান জানান।