বগি রেখেই চলে গেল ট্রেন
কুমিল্লা প্রতিনিধি : ট্রেন চলছে, যাত্রীরাও বসে আছেন গন্তব্যে পৌঁছানোর আশায়। হঠাৎ অনেক যাত্রী আবিষ্কার করলেন তাদের বগি থমকে আছে। বগিগুলো রেখেই মূল ইঞ্জিনসহ ট্রেন চলে গেছে প্রায় আধ কিলোমিটার দূরে! ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে শনিবার এ ঘটনা ঘটে।
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০মিনিটে কুমিল্লার সালদা নদী এলাকায় পৌঁছলে ট্রেনটির মাঝদিকের দু’টি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ট্রেনটির অর্ধেকাংশ ফেলে অপর অংশটি প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ ঘটনায় পেছনের বগিগুলোতে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনের যাত্রী আরিফুল ইসলাম জানান, হঠাৎ হইচই শুনে বগি থেকে বের হয়ে দেখি বগিগুলো বিচ্ছিন্ন অবস্থায় দাড়িয়ে আছে। এ সময় বগিতে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।
কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেননি রেল কর্মকর্তারা।
কুমিল্লা রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঁইয়া দ্য রিপোর্টকে জানান, রাত সোয়া ৮টার দিকে মেরামত শেষে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে এ ঘটনায় ঢাকাগামী মহানগর গোধূলী ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে আটকা পড়ে।