রিয়ালের গোল উৎসব চলছেই
এইবারকে গোলবন্যায় ভাসিয়ে লা লিগায় শীর্ষস্থান অটুট রাখল রিয়াল মাদ্রিদ। ইনফর্ম রোনালদো, বেনজেমা, রদ্রিগেজের গোলে ৪-০ ব্যবধানে এইবারকে হারিয়েছে রিয়াল।
স্প্যানিশ লিগে ১১তম অবস্থানে থাকা এইবারের বিপক্ষে কোনো ধরনের ঝুঁকিতে যাননি রিয়াল কোচ আনচেলত্তি। শুরু থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো, জেমস রদ্রিগেজ, করিম বেনজেমা, গ্যারেথ বেলেকে মাঠে নামিয়েছেন তিনি। ফলও পেয়েছেন হাতেনাতে। কলম্বিয়ান সুপারস্টার জেমস রদ্রিগেজের গোলে খেলার ২৩ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এরপর ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগীজ উইঙ্গার রোনালদো।
প্রথমার্ধে ২-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের সময় রিয়ালের পক্ষে তৃতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এরপর ৮৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন রোনালদো। এই গোলের মধ্যে দিয়ে চলতি লিগে ১১ ম্যাচ খেলে ২০টি গোল করে সবার উপরে রইলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা নেইমার করেছেন ১০টি গোল।
খেলার শুরু থেকেই পিছিয়ে পড়া এইবার দ্বিতীয়ার্ধে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েও কোনো গোল করতে পারেনি।
এদিকে অপর এক ম্যাচে মালাগাকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট অর্জন করেছে তারা। সমান সংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
অবশ্য রাতের অপর ম্যাচে বার্সালোনা জিতলে বা ড্র করলে দ্বিতীয় স্থানে উঠে যাবে।