সুরঞ্জিতের বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন ছাত্রলীগ সভাপতি
ছাত্রলীগের কমিটি নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিতের বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সোমবার এক বিবৃতিতে তিনি, সুরঞ্জিত সেনগুপ্তের অসত্য ও কল্পনা প্রসূত বক্তব্যকে চ্যালেঞ্জ করেন।
সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সোহাগ বলেন, যে কোনো জায়গায় সকল গণমাধ্যমের উপস্থিতিতে তার (সুরঞ্জিত) সঙ্গে বসতে চাই। তাকে (সুরঞ্জিত) প্রমাণ করতে হবে যে সিলেটের কমিটিতে বাণিজ্য হয়েছে নতুবা তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে প্রবীণ এ আওয়ামী লীগ নেতার ভেবে-চিন্তে কথা বলা উচিত বলেও মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিহত সুমনের পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা আজন্ম আওয়ামী লীগ করে। তারপরও ছাত্রলীগের কেন্দ্র থেকে কিভাবে বলা হয় তিনি ছাত্রলীগের কেউ নন। এ নিয়ে সিলেটবাসীর সঙ্গে আমারও কষ্ট।
প্রধানমন্ত্রীর প্রতি ছাত্রলীগের কমিটি বাণিজ্য নিয়ে তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে বলব,সিলেটে লন্ডন-ফন্ডনের ব্যাপার আছে। আপনি ছাত্রলীগের কমিটি বাণিজ্য নিয়ে একটি তদন্ত কমিটি করেন।