‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন তা ভুল’

51732_adলতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে স্পিকারের অনুমতি প্রয়োজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে ভুল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার সংসদ অধিবেশন শুরু হওয়ার আগ মুহূর্তে তার কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধুমাত্র সংসদ লবি, গ্যালারি ও চেম্বার থেকে কোন সংসদ সদস্যকে গ্রেপ্তার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়। এছাড়া কোন অনুমতি লাগে না। স্পিকার আরও বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন তা ভুল। এটা স্পিকারের কোন বিষয় না। তবে প্রচলিত আইনে সংসদ অধিবেশন শুরু হওয়ার ১৪ দিন আগে ও সংসদ অধিবেশন শেষ হওয়ার ১৪ দিন পর্যন্ত কোন সিটিং এমপিকে গ্রেপ্তার করা যাবে না বলা আছে। এটিও ১৯৬৩ ও ১৯৬৫ সালের পাকিস্তান আমলের আইনে বলা আছে। সেই আইনের কারণেই তাকে গ্রেপ্তারে বিভ্রান্তি হচ্ছে। তিনি বলেন, তবে কোন সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হলে তাকে (স্পিকারকে) অবহিত করার বিধান রয়েছে। এক্ষেত্রে স্পিকার সংসদে থাকলে সংসদে জানাতে হবে, না থাকলে চিঠি দিতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend