মঙ্গলবার দেশব্যাপী হরতাল
মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।
এর আগে তারা ঘোষণা দিয়েছিল সোমবার সন্ধার মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে মঙ্গলবার হরতাল পালন করা হবে। ফ্রন্টের প্রেসিডেন্ট শেখ শওকত হোসেন নীলু জানিয়েছেন, সন্ধার মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়নি। তাই মঙ্গলবার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে। এর আগে নিউ ইয়র্কে প্রবাসী টাঙ্গাইল সমিতির এক আলোচনা সভায় পবিত্র হজ এবং তাবলীগ জামায়াত নিয়ে আপত্তিকর বক্তব্য দেন লতিফ সিদ্দিকী। এরপর, দীর্ঘদিন ভারতে থাকার পরে রোববার রাত ৮টা ৪০ মিনিটে তিনি দেশে ফেরেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তারের দাবি ওঠে। এমনকি আজ সংসদেও তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তাকে গ্রেপ্তারে আইনি জটিলতা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবারের মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে হরতাল পালন করবে হেফাজত। একই শর্তে ইসলামী ঐক্যজোটও বুধবার হরতালের ঘোষণা দিয়ে রেখেছে।