জিয়াউর রহমান ওয়ে’র ঘোষণাপত্র খালেদার হাতে হস্তান্তর
নিউ ইয়র্কের শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণকৃত একটি রাস্তার ঘোষণাপত্র দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে হস্তান্তর করা হয়েছে। রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়। জি-৯ আয়োজিত ওই অনুষ্ঠানে জিয়াউর রহমান ওয়ের উদ্বোধনী অনুষ্ঠান ও স্থির চিত্র দেখানো হয়। পরে ঢাবির সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমদ শিকাগোর জিয়াউর রহমান সড়কের পোস্টার উন্মোচন করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, জি-৯ সভাপতি এড. মো. আসাদুজ্জামান, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ও ঢাবির সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ও রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ই সেপ্টেম্বর শিকাগো শহরে ৬৮০০ নর্থ ক্লাকের ওয়েস্ট প্রাট দক্ষিণ পশ্চিম পপ্রন্ত থেকে ৬৭৫০ নর্থ ক্লার্কের পশ্চিম কলম্বিয়ার উত্তর-পশ্চিম প্রান্তকে জিয়াউর রহমান ওয়ে নামকরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে জিয়াউর রহমান ওয়ের নামফলক উন্মোচন করেন শিকাগো সিটির মেয়রের প্রতিনিধি কাউন্সিলম্যান জোসেফ এ মুর এল্ডারম্যান।