ঢাকায় মাশরাফিরা
পয়মন্ত ভেন্যুতে সবগুলো ম্যাচ জয় করে ভাল ভাবেই চট্টগ্রাম পর্ব শেষ করেছেন মাশরাফিরা। একটি টেস্ট জয় শেষে দুটি একদিনের ম্যাচ জিতে সোমবার বিকেল ৫টার দিকে বিমানযোগে ঢাকায় এসে পৌঁছেছে তারা। চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকার পর্ব শুরু করতে মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করবেন সাকিব-তামিমরা।
আগামী বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর। সোমবার অনুশীলন ঢাকায় ফিরে মঙ্গলবার বাংলাদেশ দল দুপুর বেলায় অনুশীলনে মাঠে নামবে। জিম্বাবুয়ে দলের সকালে অনুশীলনের সিডিউল রয়েছে।
রবিবার আল-আমিনকে বাদ দিয়ে তৃতীয় একদিনের ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উল্লেখ্য, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এরই মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আরাফাত সানী, শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন।