ঝিনাইগাতী গারো উপজাতিদের ‘ওয়ানগালা’ উৎসব
ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে রবিবার নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হয়েছে। নতুন ধানে ফসলের মাঠ ভরে দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে গারো সমাজের রীতি অনুযায়ী এ উৎসবের আয়োজন করা হয়।
সকালে খ্রীষ্টের গলায় মালা পরিয়ে, মুচি জ্বালানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাড়ি বাড়ি ঘুরে নাচ, গান ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে পুরোহিত্য করেন দিঘলাকোণা ধর্মপল্লীর ফাদার শেখর রোজারি পেরোরা। তাকে সহযোগিতা করেন মরিয়মনগর ধর্মপল্লীর ফাদার গাব্রিয়েল টপপো। উৎসবে ঝিনাইগাতী উপজেলার গারো সম্প্রদায়ের ১২টি গোত্রের নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।