ওয়ার্ল্ড ভিশনের মশারি বিতরণ
শেরপুরের শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২৪ নভেম্বর সোমবার দিন ব্যাপি মশারি বিতরণ করেছে। এডিপি’র স্বাস্থ্য প্রকল্প ৫ বছরের শিশুর পরিবার ও গর্ভবতী মায়েদের ম্যালেরিয়ার কবল থেকে রক্ষা ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য ম্যালেরিয়া প্রবন এলাকার ৬ শত পরিবারের মাঝে ৬ শতটি মশারি বিতরণ করেছে । উপজেলার তাতিহাটি সাব সেন্টার, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কর্ণঝোরা সাব সেন্টার ও ভায়াডাঙ্গা সাব সেন্টারে দিন ব্যাপি মশারি বিতরণ করা হয়। দিন ব্যাপি এ কর্মসুচিতে এডিপি ম্যানেজার মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন উপস্থিত থেকে মশারি বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কো-অর্ডিনেটর মি. জেমস উজ্জ্বল মিকদার, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প কর্মকর্তা হাফিজুল হক সোহাগ, কৃষি কর্মকর্তা হারুন অর রশিীদ ও রিজোনাল অর্থনৈতিক স্পেশালিষ্ট রহুল আমীন প্রমূখ।