সিরিজটা ৫-০ করা সম্ভব: এনামুল
টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর আত্নবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে সিরিজে প্রত্যাশিত ফলই পাচ্ছে। টানা তিন ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগার শিবির। সামনের দুটি ম্যাচে জিম্বাবুয়ের হারাতে পারলেই সাফল্যের ষোলকলা পূর্ন হবে বাংলাদেশের। সে আশাতেই রয়েছে টাইগারভক্তরা।
বাংলাদেশ দলেরও একই লক্ষ্য। তৃতীয় ম্যাচে জয়ে অনবদ্য ভূমিকা রাখা এনামুল হক বিজয়ও মনে করেন জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ সম্ভব। বুধবার সিরিজ জয়ের ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলা এনামুল হক ম্যাচ শেষে এসেছিলেন সংবাদ সম্মেলনে। সিরিজের ফলাফল ৫-০ হতে পারে কি না? এ প্রশ্নের জবাবে এনামুল বলেন, অবশ্যই সম্ভব। ওপেনিংয়ে তামিম ভাই ভালো করছে। মাঝে সাকিব-মুশফিক রান পাচ্ছে। রিয়াদ ভাই গুরুত্বপূর্ন ইনিংস খেলছে-সাব্বির আবার ফিনিশটা ভালো করছে। সাকিব আবার বোলিংয়েও ভালো করছে। আর কুয়াশার মধ্যেও পেস বোলাররা খুব ভালো বল করছে। মোট কথা, টিম হিসেবে বাংলাদেশ দল খুব ভালো খেলছে। আমরা দল হিসেবে পারফর্ম করছি। বড় ব্যবধানে ম্যাচ জিততেছি। আমার মনে হয়, অবশ্যই ৫-০ করা সম্ভব। সবাই সবার কাজটা যার যার জায়গা থেকে করছে-এজন্যই ফলাফলটা আমাদের পক্ষে আসছে।’