শেখ হাসিনা ও এরশাদ ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন: বি. চৌধুরী

B chowdoriশেখ হাসিনা ও এরশাদ ৫ জানুয়ারির নির্বাচন করে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রের যে অবস্থা করেছেন তাতে তারা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত নব্বই’র গণঅভ্যত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও ডা. মিলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বি. চৌধরী বলেন, পৃথিবীর কোনো দেশে এমন নির্বাচন হয়েছে কিনা আমার জানা নেই। নির্বাচনে অর্ধেকের বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়েছেন। আর ৮/১০ ভাগ ভোট পড়েছে তাও জোর করে দেয়া হয়েছে। এটা ইতিহাস হয়ে থাকবে।

তিনি বলেন, নির্বাচন মাধ্যমে জনগণের দায়িত্ব গ্রহণ করা, তাদের নিরাপত্তাসহ অধিকার প্রতিষ্ঠা করা। এটাকে ক্ষমতা বলা হয় না। কিন্তু সরকার যা করছে সেখানে তারা শুধু ক্ষমতায় দেখাচ্ছে, এটাতো গণতন্ত্র, রাজনীতি হতে পারে না।

এরশাদ ‘দুর্নীতিবাজ ও ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার’ উল্লেখ করে বি. চৌধরী বলেন, তিনি (এরশাদ) সবচেয়ে ঘৃণিত ও জঘন্যতম অধ্যায় রচনা করেছিলেন যা ইতিহাস হয়ে রয়েছে। অথচ আজকে সেই ইতিহাস ভুলে গিয়ে তার সঙ্গে আওয়ামী লীগ জোট করেছে। তাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানানো হয়েছে। এমনকি ইনু-মেননরা (তথ্যমন্ত্রী ও বেসরকারি বিমান পরিবহনমন্ত্রী) তাদের ভাইয়ের (ডা. মিলন) রক্তের কথা ভুলে গেয়ে এরশাদের সঙ্গে রাজনীতিক সখ্যতা গড়ে তুলেছেন।

তাহলে কি তাকে (এরশাদ) ক্ষমা করে ডা. মিলনের সমাধিতে নিয়ে যাবে প্রশ্ন রাখেন এই রাজনীতিবিদ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend