এবার এনআইএ’র সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

NIA_thereport24ভারতে গোয়েন্দা সংস্থা এনআইএ’র সঙ্গে বৈঠক করতে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেল চারটায় জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে তাদের যাওয়ার কথা রয়েছে। জঙ্গী প্রতিরোধে দুই দেশের মধ্যে এই সমন্বিত বৈঠক হতে যাচ্ছে।
পুলিশ সদরদফতর সূত্রে জানা গেছে, ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনার পরে এনআইএ’র একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। এ সময় তারা দুই দেশের জঙ্গী প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়।
ঢাকা বৈঠকে এনআইএ’র দেওয়া তথ্য অনুসারে ভারতে গ্রেফতার বাংলাদেশী জঙ্গী সাজিদের স্ত্রী ফাতেমাসহ আরও কয়েকজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ফাতেমাসহ গেফ্রতারকৃতদের দেওয়া তথ্য অনুসারে ভারতে পলাতক বাংলাদেশের বেশ কিছু জঙ্গীর তথ্য উদ্ধারও করে গোয়েন্দা পুলিশ।
উদ্ধারকৃত তথ্য এবং এনআইএ’র দেওয়া তথ্য সংগ্রহ করে ভারতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। উভয় দেশের তথ্য মিলেয়ে তারা জঙ্গী প্রতিরোধে নতুন কর্ম-পরিকল্পনা ও অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে।
প্রতিনিধি দলে আছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, সিআইডির আতিকুল ইসলাম। এছাড়াও এনএসআই, ডিজিএফআই ও এসবির সদস্যরা এই প্রতিনিধি দলে আছেন।
পুলিশ সদরদফতেরর এআইজি জালাল আহমেদের সঙ্গে বুধবার রাত সাড়ে এগারটার দিকে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘বিষয়টি এই মুহূর্তে আমার জানা নেই। বৃহস্পতিবার অফিসিয়াল টাইমে বলতে পারব কারা ভারতে যাচ্ছেন।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend