সমাপনী প্রশ্নপত্র ফাঁসের দায়ে শিক্ষককে কারাদণ্ড

vrammoman-adalt-ovijan2-300x245প্রাথমিক সমাপনী বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার দায়ে জেলার পাইকগাছায় এক শিক্ষককে বুধবার ভ্রাম্যমাণ আদালত দু’বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত হলেন সরকারি মডেল স্কুলের শিক্ষক অনুপ কুমার সরকার।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবিরউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে তিনি এই শিক্ষকের বাড়িতে অভিযান চালান। অভিযানে বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীদের বিতরণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, শিক্ষক অনুপ কুমার সরকার প্রশ্নপত্র শিক্ষার্থীদের প্রদান করে প্রশ্নের উত্তর কী হবে, সে ব্যাপারে জানাচ্ছিলেন। পরীক্ষা শুরু হতে তখনও দু’ঘণ্টা বাকি ছিল। শিক্ষকের বাড়িতে পাওয়া প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।
পরে বিকেলে শিক্ষক অনুপ কুমার সরকারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে দু’বছর বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয় বলে তিনি জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend