প্রশ্নপত্র ফাঁসে হাত দিলে হাত পুড়ে যাবে: শিক্ষামন্ত্রী
আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী জানান, এই পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সার্বিক বিষয় দেখভালের জন্য ২৫ সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের রাখা হয়েছে।
শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মিথ্যা প্রচার ও রটনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি জানান, এবার কোচিং সেন্টারগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে বিজি প্রেসের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।