বিদেশি লিগে খেলার অনুমতি পাচ্ছেন সাকিব
বিসিবি’র দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরেই স্বরূপে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিদেশী লীগে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সাকিবের ওপর সেটা এখনো তুলে নেওয়া হয়নি।
এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। চলতি জিম্বাবুয়ে সিরিজের পরই বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিদেশি লিগে খেলার ব্যাপারে বিসিবির অনুমতি পাওয়া এখন সময়ের ব্যাপার।
ধানমন্ডিতে নিজের ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, সাকিবের আচরণ বদলেছে বলেই প্রিমিয়ার লিগে তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। বিদেশি লিগে খেলার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা তুলে নেওয়ার ব্যাপারে দু’দিন আগে সাকিব বিসিবির কাছে আবেদন করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড মিটিংয়ে। জিম্বাবুয়ে সিরিজের পরই বোর্ডের মিটিং রয়েছে এবং আশা করি ওই মিটিংয়েই সাকিবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’