একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে শামসুদ্দিন আটক

samsuddinএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইল বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে কিশোরগঞ্জ জেলা বারের একজন আইনজীবী এবং করিমগঞ্জ মধ্যপাড়া (ডুলিপাড়া) গ্রামের মৃত আবদুর রাজ্জাক মুন্সির ছেলে।

পুলিশ জানায়, আত্মগোপনের জন্য চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করছিলেন শামসুদ্দিন। গ্রেফতারের পর রাত ১০টার দিকে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আনা হয়। এর আগে বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দুই সহোদর নাছির উদ্দিন আহম্মেদ ও শামসুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, একাত্তরে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে তারা করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকায় যুদ্ধাপরাধে লিপ্ত হন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend