৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

65612_bsf-final_56082_0রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে নারীসহ চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে চর আষাড়িয়াদহ গ্রামের ছয়জন সীমান্ত এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার লবনগোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে। এরপর বিএসএফ সদস্যরা তাদের ওপর লাঠি দিয়ে হামলা চালায়।

এ সময় দুইজন লাঠির হামলায় আহত হয়ে দুইজন পালিয়ে আসলেও এক নারীসহ চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা লবনগোলা ক্যাম্পে। বিএসএফের হাতে আটককৃতরা হচ্ছে, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের ইদিল হোসেনের ছেলে দিলদার হোসেন (২০), আবদুল জলিলের ছেলে বাবু (২২) ও আবদুল মালেকের ছেলে শরিফ (৩০)। তবে আটককৃত নারীর নাম জানা যায়নি। তার বাড়ি মানিকচক গ্রামে বলে স্থানীয়রা জানান।

আটককৃতদের আত্মীয়স্বজনরা জানান, চারজনকে লবনগোলা ক্যাম্পে রেখে অমানবিকভাবে নির্যাতন চালায় বিএসএফ। শুক্রবার সকালে আটককৃতদেরকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানায় সোপর্দ করেছে বিএসএফ সদস্যরা।

এলাকাবাসী জানায়, ৫২৩ সীমান্ত পিলারের কাছে বাংলাদেশ ভূখন্ডে কৃষি জমিতে ছয়জন কাজ করার সময় বিএসএফের টহল দল বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে তাদের ওপরে লাঠি দিয়ে হামলা করে। আহত অবস্থায় পালিয়ে আসা চর কানাপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে কালু (৩২) ও কামরুলকে (৩০) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বিএসএফের হাতে চারজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে, ৩৭ বিজিবি ব্যাটলিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ার-উল আলম বলেন, আটককৃতদের ফেরত আনার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের আটক করেনি বলে দাবি করেছে। তবে এ ব্যাপারে বিএসএফএর বক্তব্য, ভারতীয় ভূখন্ডে প্রবেশ করায় ভারতীয় পুলিশ তাদের আটক করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend