রাজশাহীতে সোমবার ছাত্রদলের হরতাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম লিলনের প্রকৃত খুনীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সোমবার নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর ও রাবি ছাত্রদল।
নগরীর ভুবন মোহন পার্কে শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ থেকে মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন হরতালের এ ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ লালটু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান। পরে হরতাল সমর্থনসহ বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন। এ ছাড়া পিএসসিসহ সকল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও রাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনেরও দাবি করেন তারা।