বড় স্তন এবং নিতম্বের ২৩ হাজার বছরের পুরনো নারীমূর্তি উদ্ধার

frফ্রান্সে ২৩ হাজার বছরের পুরনো নারী মূর্তি উদ্ধার করেছে প্রত্নতাত্বিকরা। এটির স্তন ও নিতম্ব অনেক বড় ও স্পষ্ট বলে সংবাদ সংস্থা এএফপি-র বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

উদ্ধারকৃত মূর্তিটি ১২ সেন্টিামিটার দীর্ঘ এবং এটিকে ফ্রান্সের প্রত্নতাত্বিক এলাকা এমিয়েন্স থেকে উদ্ধার করা হয়েছে। মূর্তিটির মাথা এবং হাত খুব ভালো ভাবে বোঝা না গেলেও এটির স্তন এবং নিতম্ব খুব স্পষ্ট এবং বড় ছিল বলে জানায় সংবাদ সংস্থাটি।

খনন অঞ্চলের প্রত্মতাত্বিক ক্লিমেন্ট প্যারিস বলেন, আমরা খোড়ার পর পাথর এবং হাড় পাওয়ার আশা করলেও খননের দ্বিতীয় দিনই আমরা চুনা পাথরের কিছু টুকরা খুঁজে পাই। এবং ঐ রাতে আমরা খুজে পাওয়া ২০ টি টুকরাকে একসাথে করার পর দেখতে পাই এটি একটি নারী মূর্তি। তবে মূর্তিটি আসলেই নারী মূর্তি কিনা সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend