শেষ ম্যাচে জয় চান চিগাম্বুরা!

Cigamburaহারের বৃত্ত কোনোভাবেই ভাঙ্গতে পারছে না জিম্বাবুয়ে। শুরু ভালো করেও শেষ করতে পারছে না, কিংবা শুরুতেই খেই হারিয়ে ফেলছেন দলের খেলোয়াড়রা। পুরো সিরিজেই জিম্বাবুয়ের ক্রিকেটীয় চিত্র এসব। ওয়ানডে অধিনায়ক চিগাম্বুরা সংবাদ সম্মেলনে হারের ব্যাখা দিতে দিতে ক্লান্ত।
শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও হারের কারণ বর্ণনা দিতে হয়েছে তাকে। তবে তিনি জানিয়েছেন, শেষ ম্যাচটা যে কোনো মূল্যেই জিততে চান। এর জন্য ঠিক যা যা করা দরকার তা করবেন।
কতটা কঠিন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা যেভাবে খেলছি তাতে শেষ ম্যাচটাতেও জয় পাওয়া কঠিন হবে। তবে আজকের ম্যাচে ইতিবাচক কিছু পেয়েছি যা পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগবে। টেলর এবং মেরে আজ যেভাবে খেলেছে তা আমাদের কাছে শিক্ষণীয়। শেষ ম্যাচে এসব কাজে লাগাতে পারলে ম্যাচ জেতা সম্ভব হবে মনে করি।’
শেষ ম্যাচটির দিকেই জিম্বাবুয়ে অধিপতির পুরো মনোযোগ। এই বিষয়ে তিনি বলেছেন, ‘প্রত্যেকটা ম্যাচই নতুন। আজকে আমাদের জেতার সুযোগ ছিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারিনি। পরের ম্যাচে যদি সুযোগ পাই আর সুযোগগুলো যদি ঠিকমতো কাজে লাগাতে পারি তবে ইতিবাচক কিছু হবে। আমরা নেতিবাচক কিছু চিন্তা করছি না। আমাদের প্রত্যেকটা খেলোয়াড় ইতিবাচক চিন্তা করছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend