২ হাজারী ক্লাবে মাহমুদউল্লাহ
ওয়ানডে ক্রিকেটে ২ হাজারী ক্লাবের নতুন সদস্য হয়েছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার ক্যারিয়ার সেরা অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছেন এই তারকা ক্রিকেটার।
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়ার পর এখন অবধি ১০৯টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন সাবেক সহ-অধিনায়ক। ২ হাজারী ক্লাবের সদস্য হওয়ার আগে রিয়াদের প্রয়োজন ছিল ১০ রান। শেষ অবধি ৮২ রান করায় তার সংগ্রহ এখন ২০৭২ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১১২ বল খরচ করে ৬ চারে ৮২ রান করেছেন তিনি। এটা তার ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংস। এর আগে তার সেরা ইনিংস ছিল অপরাজিত ৭৫ রানের। ১০টি হাফসেঞ্চুরি থাকলেও কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি।
তার আগে ২ হাজারী ক্লাবের সদস্য হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৩৯৭৭ রান), তামিম ইকবাল (৩৯৬১ রান), মুশফিকুর রহিম (৩১৪২ রান), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮ রান), শাহরিয়ার নাফিস (২২০১ রান) ও হাবিবুল বাশার (২১৬৮ রান)।