মানবতাবিরোধী অপরাধ মামলায় সাখাওয়াত হোসেন গ্রেফতার
রাজধানীর উত্তরখান থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যশোর-৬ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৭টার দিকে উত্তরখানের মাস্টারপাড়া শাহী জামে মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মাওলানা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
১৯৯১ সালের সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হয়েছিলেন সাখাওয়াত হোসেন। এরপর বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে অংশ নেন তিনি।
পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হলে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।
২০১২ সালের ১ এপ্রিল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।