অব্যাহত লোকসান নিয়ে জিল বাংলার আখ মাড়াই শুরু
জামালপুরের দেওয়ানগঞ্জে জিলবাংলা সুগার মিলসে অব্যাহত লোকসানের বোঝা মাথায় নিয়ে মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে ২০১৪-১৫ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
৫৭তম চলতি আখ মাড়াই মৌসুমে প্রায় ১৭১ কোটি টাকা আগের লোকসান মাথায় নিয়ে জামালপুরের শিল্প প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জে জিলবাংলা সুগার মিলে চলতি মৌসুমে শুরু হয়।
এ সময় স্থানীয় প্রবীণ আখ চাষীরা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান বাংলানিউজকে জানান, চলতি মাড়াই মৌসুমে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৩৭৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জিল বাংলা সুগার মিলস প্রতিষ্ঠার পর থেকেই লোকসানের গ্লানি টেনে আসছে। ৫৭তম চলতি আখ মাড়াই মৌসুমে ১৭১ কোটি টাকা পুঞ্জিভুত লোকসান মাথায় নিয়ে এবারও যাত্রা শুরু করেছে।