কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তাসহ আহত
গাজীপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জেলার কালিয়াকৈর উপজেলার হরতকীতলায় শনিবার সন্ধ্যায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে সেনা কর্মকর্তাসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের কালিয়াকৈর থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনাবাড়ী হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, কালিয়াকৈরে পূর্ব মৌচাকের বাসা থেকে প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-২৩-৮৮৫০) নিয়ে সেনা কর্মকর্তা মেজর কনিকা আক্তার (৩৬), তার স্বামী মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট কামরুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য রওনা দেন।
তিনি আরও জানান, পথে উপজেলার হরতকীতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১৫৩২) সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মেজর কনিকা, তার স্বামী, প্রাইভেটকারচালক মোঃ তাজুল ইসলাম ও এক শিশুসহ দুই যাত্রী আহত হন। আহতদের প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কনিকা ও তার স্বামীকে ঢাকা সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে।