বাংলাদেশের জনগণই আগামী নির্বাচনের সময় নির্ধারণ করবে: নিশা দেশাই
বাংলাদেশের জনগণই আগামী নির্বাচনের সময় নির্ধারণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
শনিবার বিকালে সফরের শেষ দিনে গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজেনা ও মার্কিন দূতাবাসের গণমাধ্যম কর্মকতা মনিকা শাই প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশের রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিকল্প নেই মন্তব্য করে নিশা দেশাই বলেন, অতিদ্রুত রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসা উচিত।
তিনি বলেন, বাংলাদেশের জনগন যখন চাইবে তখনি নির্বাচন হবে। তবে তার আগে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে।
শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন বিসওয়াল। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে রাজনৈতিক সংলাপ নিয়ে কথা বলেছি।
সার্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্ক শীর্ষ সম্মেলন পরিদর্শন করেছি। এবারের সম্মেলনে বিদ্যুত সহায়তা চুক্তি খুবই ইতিবাচক।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্য রফতানিতে জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস) ফিরে পাওয়ার বিষয়ে নিশা দেশাই বলেন, এটা মার্কিন বাণিজ্য বিভাগের কাজ। এই বিষয়ে আমার কোনো অবস্থান নেই।
তবে জিএসপি ফিরে পাওয়ার আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, বাংলাদেশ বস্ত্রখাতে অনেক উন্নতি করেছে। রানা প্লাজা ধ্বংসের পর পোশাক কারখানার উন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে। এসব উন্নয়ন জিএসপি সুবিধা ফিরে পেতে সহযোগিতা করবে। আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশর সঙ্গে এক সঙ্গে কাজ করতে রাজি বলেও জানান নিশা দেশাই বিসওয়াল।