উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে বিদ্রোহী গ্রুপের ১৪৭ জনের নামে মামলা !
গত ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর আগামী ৪ ডিসেম্বরে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে বর্তমান আহবায়ক কমিটি ও বিদ্রোহী গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমসয় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম সহ ৫ জন আহত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আহবায়ক আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম এর পক্ষে রহুল আমীন ও সাইফুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলায় ১৪৭ জন সহ অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ৩০ নভেম্বর রবিবার দুপুরে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে। থানার সূত্রে জানা যায়, মামলা দুটির মধ্যে একটি মারপিটের, অন্যটি দ্রুত বিচারের। একটি মামলার প্রধান আসামী উপজেলা যুব লীগের সহ-সভাপতি আবু তাহের, অন্যটির প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আসামীদের গ্রেফতারের জন্য থানা পুলিশের পাশা পাশি ডিবি পুলিশও মাঠে নেমেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়নি।