শেষ কথাটি বলে যেতে পারেননি
শেষ কথাটি আর বলা হলো না শিল্পী কাইয়ুম চৌধুরীর। রবিবার রাতে বেঙ্গলের উচ্চাঙ্গ সঙ্গীতের মঞ্চ থেকেই বিদায় নিলেন তিনি।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে তৃতীয় দিনের উচ্চাঙ্গ অনুষ্ঠানের মঞ্চে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয় স্বাধীনতা পদক জয়ী ৮০ বছর বয়সী এই শিল্পীকে। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু দ্য রিপোর্টকে জানান, সঙ্গীতানুষ্ঠান শুরুর আগে রবিবার ৮টা ৪০ মিনিটে মঞ্চে বক্তৃতা দিয়ে কাইয়ুম চৌধুরী নেমে যাওয়ার পর বক্তৃতা দিচ্ছিলেন ড. আনিসুজ্জামান। এরপর আবার ফিরে এসে মঞ্চে উঠতে চাইলে আমি তাকে (কাইয়ুম চৌধুরী) মাইকের কাছে নিয়ে যাই। এ সময় তিনি বলেন, আমার একটি কথা বলার আছে।
আবুল খায়ের লিটু জানান, এরপরই তিনি পড়ে যান এবং সাথে সাথে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কাইয়ুম চৌধুরীর শেষ কথাটি আর জানা হলো না।