সংসদে সমাপনী বক্তব্যে রওশন এরশাদ দেশ ভাল আছে দেশের মানুষও ভাল আছে
আল্লাহর রহমতে দেশ ভাল আছে, দেশের মানুষ ভাল আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ।
সাউথ সাউথ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে স্পিকার ও সাবের হোসেন চৌধুরী বিরল সম্মান বয়ে এনেছেন। এটি সম্ভব হয়েছে বলিষ্ট নেতৃত্ব আর লব্ধ জ্ঞানের কারণে।’
দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে রবিবার অধিবেশন সমাপনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার অসমাপ্ত কাজ শেখ হাসিনাকে শেষ করারও অনুরোধ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ চালাতে হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে হলে সুশাসন দরকার। কিছু জটিলতার কারণে বিদেশী বিনিয়োগ হচ্ছে না। এই কারণগুলো খতিয়ে দেখতে হবে। একটি সেল গঠন করে সাতদিনের মধ্যে বিনিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে আমাদের দেশের লাখ লাখ বেকার কর্মসংস্থনের ব্যবস্থা হবে।’
রওশন এরশাদ বলেন, ‘সংসদে যে সব কথা বলা হয় সে সব বাস্তবায়ন করতে হবে। কিছুদিন আগে একজন এমপি বলেছেন বকা উল্লা বকে যায় আর শোনা উল্লা শুনে যায় এরকম করলে হবে না।’
তিনি বলেন, ‘রাজধানী ঢাকাকে বাঁচাতে হবে। ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। ঢাকার বাইরে বিভিন্ন লেভেলে কর্মসংস্থানের ব্যবস্থা করলে ঢাকায় লোক আসা বন্ধ হবে। ঢাকার বাইরে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করলে ঢাকায় লোক ভিড় করবে না।’
ঢাকা ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ সড়কে ২০১০ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। এ কারণে মানুষ চরম দুর্ভোগে আছে। কংক্রিটের রাস্তা করলে ভাল হয়। সেতুমন্ত্রী সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু লাভ হচ্ছে না। তার চেষ্টার সঙ্গে যদি সাহায্য সহযোগিতা পান তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হবে।’
এ সময় পদ্মসেতুর নির্মাণের উপরও জোর দেন তিনি।