শেষ ম্যাচেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই : মাশরাফি
ওয়ানডে সিরিজ শুরুর আগে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা কথা মুখেও আনেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বলেছিলেন, এক এক ম্যাচ করে সামনে এগিয়ে যাওয়ার কথা। ঠিকই একটি একটি করে চারটি ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। তবে পঞ্চম ও শেষ ওয়ানডেতে কি লক্ষ্য বাংলাদেশের! হোয়াইটওয়াশ? এখানেও নিজের চাপা স্বভাবটা ধরে রেখেছেন মাশরাফি।
পঞ্চম ম্যাচের আগেও হোয়াইটওয়াশ নিয়ে একটু শব্দও করলেন না মাশরাফি, ‘এই মুহূর্তে এসে আর বলতে হচ্ছে না এক একটা করে এগিয়ে যাব। কারণ আমাদের সামনে একটাই ম্যাচ আছে। এটা অবশ্যই ভালভাবে ফিনিশ করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সব সময় শেষটা ভাল হলে পরের ম্যাচ খেলার সময় ওটা মাথায় থাকে শেষ ম্যাচটা আমরা জিতেছি। এটা ধারাবাহিক ভাবে করাটাও খুব গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই আশা করি খেলোয়াড়রা এটা সিরিয়াসলি নিবে এবং নিচ্ছে। আরও ভাল পারফর্ম করবে যেটা কিনা শেষ চার ম্যাচের সমস্যাগুলো ছিল।’
এর আগে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে হোয়াইশ করেছে বাংলাদেশ। কিন্তু কোনটিতেই অধিনায়ক হিসেবে মাশরাফির নাম ছিল না। তবে এবার সেই তালিকায় নাম উঠার পালা মাশরাফির। তাই অনুভূতিটাও দারুন হওয়া উচিত তার। কিন্তু না। এমন অর্জন হলে দলের সকল খেলোয়াড়কে ক্রেডিট দেয়া উচিত বলে জানান ম্যাশ, ‘সত্যি কথা বলতে কি এখন পর্যন্ত এমন হয়নি। ৫-০ এটা এখন আমার ভেতর ফিল হচ্ছে। এখন আমাদের আরেকটা ম্যাচ আছে জিততে পারলে ৫-০ হবে। এটা খুব ভাল হবে। এর আগে যেটা করতে পারিনি, এখন এটা করে আলাদা শান্তি পাব বিষয়টা আসলে সেটা না। ভাল লাগবে এই ভেবে, যেবছরটা গিয়েছে এই বছর অনেকগুলো জেতা ম্যাচ আমরা হেরে গিয়েছি। এগুলো হলে হয়তো এতো সমস্যা আমাদের তৈরি হত না। যে চাপগুলো আমাদের মাঝখান দিয়ে গিয়েছে এগুলো যেত না। জিম্বাবুয়ের সঙ্গে খেলার আগে কেউ চিন্তা করেনি আমরা ৫-০ জিতবো এবং টেস্ট ৩-০ ব্যবধানে জিতবো। এই চিন্তা কারও মাথায় আসেনি। এখন যদি কারও আসে আমি বলব সে সৎ না। আমার মনে হয় এটা করতে পারলে প্রত্যেকটা খেলোয়াড়কে ক্রেডিট দেওয়া উচিত। কারণ খারাপ সময় থেকে বের হয়ে এসে যাদের সাথেই খেলুক পারফর্ম করে টেস্টে ৩-০ এবং ওয়ানডে ৪-০ এখনও আছি। ৫-০ যদি ইনশাল্লাহ এখন করতে পারি ছেলেদের কিছুটা ক্রেডিট পাওয়া উচিত।’