নারী যখন সাহসী হয়…

Eve-teasing_thereport24নারীকে সমাজ দুর্বল বলেই মনে করে। তাই তো নারীর ওপর চলে যখন-তখন সহিংসতা। কিন্তু নারী যদি সাহসী হয়ে প্রতিবাদ করে তাহলে আর যাচ্ছেতাই করা সম্ভব হয় না। এর একটি বাস্তব ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে।
গত সপ্তাহের কথা। একটি বাসে যাচ্ছিলেন দুই বোন আরতি আর পূজা। বাস ছাড়ার পর থেকেই তিন বন্ধু মিলে উত্ত্যক্ত করতে থাকে তাদের। কিন্তু বাসের কোনো যাত্রী টু শব্দটিও করেনি।
যখন তাদের উত্ত্যক্তের মাত্রা সহ্যসীমা অতিক্রম করে তখন দুই বোন প্রতিবাদী হয়ে ওঠেন। কোমরের বেল্ট খুলে দুই বোন মিলে পেটাতে থাকেন তিন ইভটিজারকে। পাশাপাশি চলে লাথি ও ঘুষি। উত্ত্যক্তকারীরাও দুই বোনের ওপর হামলা চালায়।
চলন্ত বাসে চলে নারী-পুরুষের সংঘর্ষ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাসভর্তি পুরুষ মানুষ কেউ মেয়ে দুটিকে সাহায্য তো দূরের কথা, কেউ এগিয়েও আসেনি। বাসের চালক ও সহকারী এগিয়ে তো আসেইনি, উল্টো পুরোদমে গাড়ি চালিয়েছে। সবাই সাক্ষী গোপাল হয়ে অসম সংঘর্ষ দেখেই তৃপ্তি পায়।
সাহসী দুই বোনের প্রতিবাদের সেই দৃশ্য বাসের এক যাত্রী ভিডিও করেছেন। শুনে অবাক হবেন যে তিনিও একজন নারী। রবিবার বিষয়টি প্রকাশ পায় এবং ভারতীয় গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
আরতি ও পূজা ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend