চীনে ৫ লাখ লোক এইডসে আক্রান্ত
চীনে এইচআইভি বা এইডসে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ লাখে পৌঁছেছে। এ পর্যন্ত দেড় লাখের বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
চীনের ন্যাশনাল হেলথ অ্যান্ড ফ্যামিলি প্লানিং কমিশনের উপপরিচালক ওয়াং গুয়োকিয়াং রবিবার এইডস বিষয়ে সচেতনতামূলক এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, চীনে এইচআইভি আক্রান্তের সংখ্যা চার লাখ ৯৭ হাজার। আর ভয়াবহ এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক লাখ ৫৪ হাজার লোক মারা গেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে ওই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশিত তথ্যে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ছাত্র, যুবক ও মধ্যবয়সীদের সংখ্যা বেশি।
ওয়াং জানান, যৌন সম্পর্কের মাধ্যমেই বেশি সংক্রমিত হয়েছে। তবে মা থেকে শিশু এবং ইনজেকজনের সুচের মাধ্যমেও সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে সে সংখ্যা খুব কম।
এইচআইভি নিয়ন্ত্রণে দেশটি প্রদেশ পর্যায়ে ৩১টি চিকিৎসাকেন্দ্র এবং ৯ হাজারের বেশি পরীক্ষকেন্দ্র স্থাপন করেছে বলে জানান ওয়াং। সূত্র: সিনহুয়া।