শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

shok-31শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাণীশিমুল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রাণীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট নাট্য অভিনেতা মোহাম্মদ লিয়াকত হোসেন গত রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…………… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বৎসর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় মরহুমের নিজ বাসভবনে জানাযা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়। শেরপুর জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমের জানাযা নামাযে গার্ড অব অনার প্রদান করেন। এসময় শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। লিয়াকত হোসেনের অকাল মৃত্যুতে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক চাঁন, শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার, আ’লীগ নেতা মোহসিনুল বারী রুমি, মোহাম্মদ আলী লাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, বীর প্রতিক বার কমান্ডার জহুরুল হক মুন্সী, বিশিষ্ট নাট্যকার মমিনুর রশিদ মিল্লাত গভীর শোক প্রকার ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend