রেকর্ডের কথা মাঠেই জেনেছেন তাইজুল
ক্লাব ক্রিকেটেও আগে কখনও হ্যাটট্রিক করতে পারেননি। অথচ তার আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের ম্যাচেই কী না হ্যাটট্রিক! অভিষেকে এমন কীর্তি এখনো কোনো ক্রিকেটার গড়তে পারেননি। যেটা গড়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের বিশ্ব রেকর্ড হওয়ার খবরও সঙ্গে সঙ্গে মাঠেই সতীর্থদের কাছে জানতে পারেন তিনি।
সোমবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের হ্যাটট্রিকের ইতিহাস গড়ে দারুণ খুশি জাতীয় দলের তরুণ এ স্পিনার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘দ্বিতীয় উইকেটের পর হ্যাটট্রিকের উদ্দেশ্যে করিনি। উদ্দেশ্য ছিলো বলটি রাখব স্ট্যাম্পে। মাঠে বল করার সময় বড় ভাইয়েরা সব সময়ই আমাকে উৎসাহ যুগিয়েছেন ভালো করার। মুশফিক ভাই আমাকে স্টাম্পে বল করতে বলেছেন। সব মিলে দলের জন্য ভালো করতে পেরে দারুণ ভালো লাগছে।’
অভিষেকে হ্যাট্রিকের বিশ্ব রেকর্ড গড়ে কেমন লাগছে ও কখন জানতে পারলেন আপনি হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড গড়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘মাঠেই বড় ভাইয়েরা বলেছে এটি অভিষেকে হ্যাটট্রিকের বিশ্ব রেকর্ড। শুনে ভালো লেগেছে।’