সিরিজ সেরার পুরস্কার স্ত্রীকে ‍উৎসর্গ করলেন মুশফিক

Mushfiq1টেস্টে অধিনায়ক থাকলেও ওয়ানডেতে সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলেছেন মুশফিক। সারা বছরের ব্যর্থতার পরও দলের টানা জয় সেটাও আবার নিজের বিয়ের পর। সেই সাথে সিরিজ সেরার পুরস্কারটাও গেছে তার হাতে। পাঁচ ম্যাচে ২১৩ রান করে সিরিজে সর্বোচ্চ স্কোরার মুশফিকই।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টুর্নামেন্ট সেরা হয়ে মুশফিক বলেন, ‘সারা বছর আমরা অনেকগুলো ম্যাচে জয়ের সুযোগ পেয়েও জিততে পারিনি। বছরের শেষে টানা জয়ের দারুণ ভালো লাগছে। তামিম, সাকিব ও রিয়াদ ভাই দারুণ ভালো খেলেছে। মাশরাফি ভাই দারুণ অধিনায়কত্ব করেছেন। খেলার সময় কোন বোলারকে কখন বোলিং করাতে হবে সেটা দারুণভাবে সামলাতে পেরেছেন। আমি সব সময়ই মাশরাফি ভাইকে সহযোগিতা করার চেষ্টা করেছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে টুর্নামেন্ট সেরা হয়ে কেমন লাগছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি অধিনায়ক থাকার সময়ও ম্যাচ সেরা হয়েছি। তবে এবার অধিনায়কত্ব না থাকার পরও ম্যাচ সেরা হয়ে দারুণ ভালো লাগছে। বিশেষ করে আমার বিয়ের পর ওয়ানডে ক্রিকেটে টুর্নামেন্ট সেরা হয়ে বেশি ভালো লাগছে। পুরস্কারটা আমার স্ত্রীকে উৎসর্গ করছি।’

উল্লেখ্য, এ বছরের ২৪ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুশফিকুর রহিম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend