বর্ধমান বিস্ফোরণে ঢাকায় মিয়ানমারের তিন নাগরিক আটক

141201082113_bangla_jmb_rohingya_burdwan_bardhaman_640x360_bbc_nocreditপশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সোমবার তারা ঢাকা থেকে মিয়ানমারের তিন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ বলছে, এদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের যোগাযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আটক ব্যক্তিদের কাছ থেকে বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের এসব দাবির ব্যাপারে আটককৃত ব্যক্তিদরে বক্তব্য জানা যায়নি।

বর্ধমানের এক বাড়িতে গত ২রা অক্টোবর এক বিস্ফোরণে দু’ব্যক্তি নিহত হওয়ার পর ভারতের তদন্তকারীরা ঐ ঘটনার সঙ্গে জেএমবির যোগাযোগ রয়েছে বলে দাবি করে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ ঐ ঘটনায় এর আগে শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ নামে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।

তিনি পশ্চিমবঙ্গ আর আসামসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া এই সন্ত্রাসী দলটির অন্যতম মূল সংগঠক বলেই এনআইএ দাবি করছে। গোটা ঘটনার তদন্তে এনআইএ-র একটি দল বাংলাদেশ সফর করা পর বাংলাদেশের গোয়েন্দারা এখন ভারতে রয়েছে।
সূত্র: বিবিসি

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend