‘আন্দোলন ও নির্বাচন ছাড়া জামায়াতের সঙ্গে সম্পর্ক নেই’

Khaleda-Zia_thereport241বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া বলেছেন, আন্দোলন ও নির্বাচন ছাড়া বিএনপির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
মহান বিজয় দিবস উপলক্ষে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যাচার করে যে, যুদ্ধাপরাধীর হাতে বিএনপি নাকি পাতাকা তুলে দিয়েছে। কিন্তু নূরু মওলানা, মোশাররফ হোসেন এদেরকে মন্ত্রী বানিয়ে আওয়ামী লীগই প্রথম রাজাকারদের হাতে পতাকা দুলে দিয়েছে। ১৯৮৬ সালে এই আওয়ামী লীগই জামায়াতকে সঙ্গে নিয়ে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। আওয়ামী লীগই নিজেদের স্বার্থে বারবার রাজাকারদের পুনর্বাসিত করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend