ম্যালওয়্যারে মুছে যাচ্ছে হার্ডড্রাইভের তথ্য!

কম্পিউটার হার্ডড্রাইভের তথ্য মুছে দিচ্ছে ম্যালওয়্যারসাইবার দুর্বৃত্তরা এমন একটি ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেছে যা কম্পিউটারে হার্ডড্রাইভের সব তথ্য মুছে দিতে পারে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ১ ডিসেম্বর পাঁচ পাতার গোপন একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছে এফবিআই। সনি পিকচার্সের ওপর সাইবার হামলার বিষয়টি তদন্ত করতে গিয়ে মার্কিন গোয়েন্দারা সাইবার দুর্বৃত্তদের মারাত্মক এই ম্যালওয়্যার বিষয়ে সতর্ক করেন। গোয়েন্দারা দাবি করেছেন, এই ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলার শিকার হলে কোনো তথ্য উদ্ধার করা সম্ভব নয়।
গত সপ্তাহে সনির পিকচার্স এন্টারটেইনমেন্টের ইমেইল সিস্টেম হ্যাক হয় এবং এর নেটওয়ার্ক অচল করে দেয় সাইবার দুর্বৃত্তরা। কারা এই সাইবার হামলা চালিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সনি কর্তৃপক্ষ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend