ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে ঠিক সময়ে অবতরণ করতে পারছে না বিভিন্ন রুটের বিমান। গত কয়েকদিন সময়মতো বিমানবন্দরে নামতে পারেনি গড়ে ১০ থেকে ১৫টি করে ফ্লাইট। এ অবস্থায় বিমানবন্দরের মান দ্রুত উন্নত করার পরামর্শ বিশেষজ্ঞদের।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১১০ থেকে ১৩০টি ফ্লাইট উঠানামা করে। এর মধ্যে দেশিয় ও মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থাগুলোর বেশ কিছু ফ্লাইট অবতরণ করে ভোর থেকে সকাল নয়টার মধ্যে। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে সঠিক সময়ে অবতরণ করতে পারছে না ফ্লাইটগুলো।
অবতরণের ক্ষেত্রে বিমানবন্দরের মান ক্যাটাগরি-২ এ উন্নীত করার পরামর্শ বিশেষজ্ঞদের।
তবে প্রতিদিন কুয়াশা কেটে গেলে একের পর পর এক আসতে থাকে বিভিন্ন রুটের ফ্লাইট। এ সময়টাতে যাত্রীদের বিমানবন্দরের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ |