শ্রীবরদীতে আন্তর্জাতিক বুদ্ধি প্রতিবন্ধী দিবস পালিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
“টেকসই উন্নয়ন, প্রযুক্তি প্রসারন” এ স্লোগানকে সামনে রেখে শ্রীবরদীতে ৩ নভেম্বর বুধবার বিকালে ভায়াডাঙ্গা সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আন্তর্জাতিক বুদ্ধি প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শ্রীবদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ভায়াডাঙ্গা সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আয়োজনে ও সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন, রানীশিমূল ইউপি চেয়ারম্যান আবু শামা কবীর, শ্রীবরদী এডিপি ম্যানেজার মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, সুইড প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুজাজামান সেখ, সাধারন সম্পাদক ওয়াসেক বিল্লাহ বিল্লাল ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার পাভেজ প্রমূখ। আলোচনা শেষে ৯৫ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।