দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট
দুর্নীতিতে বাংলাদেশ বর্তমানে ১৪তম অবস্থানে রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির সূচকে এ তথ্য বেরিয়ে এসেছে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ প্রকাশ অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা জানান।
প্রতিবেদনে বাংলাদেশের সাথে একই অবস্থানে রয়েছে আরো চারটি দেশ। এগুলো হল- গিনি, কেনিয়া, লাওস এবং পাপুয়া নিউগিনি। বিশ্বে বর্তমানে সবচেয়ে দুর্নীতিপ্রবণ দেশ সোমালিয়া এবং উত্তর কোরিয়া। আর সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক।
সূচক প্রতিবেদনে ১৭৪টি দেশকে ১০০ নম্বরের ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে। এখানে শূন্য নম্বরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং ১০০ নম্বরকে দুর্নীতিতে সম্পূর্ণ নিমজ্জিত ধরে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। এতে ৮ নম্বর পেয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যৌথভাবে প্রথম অবস্থানে আছে উত্তর কোরিয়া এবং সোমালিয়া। তালিকায় দেশ দু’টিকে সবচেয়ে নীচে অর্থাৎ ১৭৪তম অবস্থানে রাখা হয়েছে। দুর্নীতিপ্রবণতায় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে সুদান এবং আফগানিস্তান।