ঝিনাইগাতীতে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন; বিনা প্রতিদ্বন্ধিতায় নাঈম সভাপতি, লেবু সম্পাদক
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ দীর্ঘ এক যুগ উপজেলার সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের দ্বায়িত্ব প্রাপ্ত আহবায়ক কমিটি। পদ বঞ্চিতরা গঠনতন্ত্র মোতাবেক ওইসব কমিটি গঠিত হয়নি এই মর্মে অভিযোগ এনে, গত ২৮ নভেম্বর শুক্রবার রাতে আহবায়ক কমিটি ও বিদ্রোহী গ্রুপের মধ্যে এক সংঘর্ষে ঘটনা ঘটে। এতে আহবায়ক গ্রুপের আহবায়ক আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম সহ ৫ নেতা কর্মী আহত হওয়ায় ৩০ নভেম্বর দুপুরে ঝিনাইগাতী থানায় আহবায়কের পক্ষের নেতারা বাদী হয়ে বিদ্রোহী গ্রুপের শতাধিক নেতা কর্মীর নামে দুটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে বিদ্রোহী গ্রুপের সকল নেতারা গ্রেফতারের ভয়ে এলাকা ছাড়া হয়ে পড়ে। এ অবস্থার মধ্যে দিয়ে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ঝিনাইগাতী পাবলিক অডিটোরিয়ামে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি এডভোকেট আব্দুল হালিম, সাবেক এমপি খন্দকার খুররম, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, শেরপুরের পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, এডভোকেট মোসাদ্দেক ফেরদৌস, শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োজীদ হাছান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা ও শেরপুর সদর আওয়ামীলীগের সভানেত্রী কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে অতিথিদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আর কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসাবে আলহাজ্ব এএসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে সভাপতি এবং আমিরুজ্জামান লেবুকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষনা করা হয়।