খালেদা জিয়ার সঙ্গে সাবেক সচিবদের বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কয়েকজন সাবেক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। কয়েকজন ওএসডি হওয়া সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
তবে বিএনপি সূত্র এবং উপস্থিত সচিবদের কেউ বিষয়টি স্বীকার করেননি।
রাত সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব এমএ হালিম বলেন, ‘এখানে আমাদের সিডিউল কোনো বৈঠক ছিল না। নিয়মিত যেমন আসি তেমনি আমরা ম্যাডামের সঙ্গে দেখা করেছি।’
এসময় বৈঠকে কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
এখানে সচিবদের নাকি বৈঠক হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমিও তো সচিব। কই না তো, এমনতো কোনো বৈঠকের খবর জানি না। না, ওইরকম কিছু ছিল না।’
বৈঠক শেষে বেরিয়ে যাওয়া একজনের কাছে নাম জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আপনাকে আমি নাম বলবো কেন?’
সাধারণত কোনো বৈঠক বা কর্মসূচি থাকলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে বিধি-নিষেধ থাকে না।
কিন্তু বৃহস্পতিবার রাতের সচিবদের নিয়ে বৈঠকের খবর জানতে পেরে সাংবাদিকরা কার্যালয়ের সামনে জড়ো হলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।