বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধাদের অস্থিত্বতই থাকবে না, মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান

315762356DSC00377বিএনপি-জামাত জোট ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধাদের অস্থিত্বতই থাকবে না বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান। বৃহস্পতিবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর মুক্ত দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি আরও বলেন, তারেক রহমান বিদেশ থাকে বিভিন্ন সময়ে উম্মাদের মত কথা বলে বিতকৃ সৃষ্টি করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা , বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময়ে অসত্য কথা বলে জাতিকে দ্বিখন্ডিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তার এই অপচেষ্টার দাঁত ভাঙ্গা জবাব মুক্তিযুদ্ধাদেরই দিতে হবে। স্থানীয় কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক তথ্য ও সাংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন মতিন, জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম খোকা উপস্থিত ছিলেন। এর আগে কামালপুর মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য রালী, স্মৃতিচারণ, কর্ণেল তাহের স্মৃতি স্তম্ভ ও ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ক্লাবের উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, জামালপুরের কামালপুর মুক্তিযুদ্ধাকালীন সময়ে ১১নং সেক্টরের সদর দপ্তর ছিল। এখানে ৯ মাসে ১৩বার পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়। এখানের কর্ণেল তাহের মারাত্মকভাবে আহত হয়ে একটি পা হারান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend