ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হয়েছে ডা. শামারুখকে
পুন:ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হয়েছে ডা. শামারুখকে।
এর আগে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকাল ১১টার যশোর শহরের কারবালা কবরস্থান থেকে তাঁর লাশ উত্তোলন করা হয়। বৃহস্পতিবার ৪টার দিকে সুমির মৃতদেহ দাফন করা হয়।
ডা. সুমির বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, পুনঃময়নাতদন্ত সঠিক হলে অবশ্যই সঠিক বিচার পাব। পুনঃময়নাতদন্ত রিপোর্ট প্রভাবমুক্ত করতে তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান বলেন, পুনঃময়নাতদন্তের প্রথম ধাপের কাজ অর্থাৎ আলামত সংগ্রহ শেষ হয়েছে। আমি নিজেই সবকিছু তদারকি করেছি। সংগ্রহ করা আলমত টেস্টিং ল্যাবে পাঠানো হবে।
যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম বলেন, প্রথমে মৃতদেহ উত্তোলনের পর আমাদের সামনে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এরপর মৃতদেহ হাসপাতালে নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়োগকৃত ফরেনসিক বিভাগের চিকিৎসকরা মৃতদেহের আলামত সংগ্রহ করেন।