ধর্ষণের অভিযোগে বৃটিশ এমপি গ্রেফতার

23BD130600000578-2860580-image-a-2_1417706921855যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এমপি মার্ক প্রিটচার্ডকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের পর জানুয়ারী পর্যগন্ত জামিনে মুক্তি দিয়েছে পুলিশ।

মঙ্গলবার মধ্য লন্ডনে ধর্ষনের অভিযোগে ৪৮ বছর বয়সী প্রিটচার্ডকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে হলবর্ন পুলিশ। গ্রেফতারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং ওইদিনই সন্ধ্যায় তাকে জামিনে মুক্তি দেয় পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায় ধর্ষণের অভিযোগে প্রিটচার্ডকে উত্তর লন্ডনের পুলিশ ২ ডিসেম্বর গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ২০১৫ সালের জানুয়ারীর আগে পর্য ন্ত জামিন দেয়া হয়েছে।

এই খবরের পর কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র বলেন এটি পুলিশের বিষয়। বিষয়টি তদন্তাধীন সুতারং এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।

প্রিটচার্ড গত এপ্রিলে তার আমেরিকান বংশোভূত স্ত্রীর সাথে ১৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানেন। জন্মের পর প্রথম পাঁচ বছর তিনি এতিমখানায় বড় হন এবং পরবর্তীতে এক কাউন্সিল হাউজে বেড়ে ওঠেন।২০১০ সালের নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টির এমপি নির্বাচিত হন

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend