সাভারে আ. লীগ নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
সাভারে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কে ফিল্মি স্টাইলে কেরানীগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে তাঁর মোটরসাইকেল ও নগদ টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রিজ ও রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও আহতের নিকট আত্মীয় সূত্রে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া মোটরসাইকেল যোগে হযরতপুর থেকে কাজ শেষে সাভারের ব্যাংক টাউনে নিজ বাসায় ফিরছিলেন। রাত ৮টার দিকে তিনি ব্যাংক টাউন ব্রিজের কাছাকাছি এসে পৌঁছালে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে প্রাইভেট কার থেকে কয়েকজন দৃবৃত্ত বের হয়ে আওয়ামী লীগের ওই নেতার পায়ে গুলি করে মোটারসাইকেল ও সাথে থাকা নগদ কয়েক হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে দুবৃত্তরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আওয়ামী লীগের ওই নেতাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আওয়ামী লীগের নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশিচত করে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।