শেরপুরে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
বিভিন্ন প্রকল্পের ৬৪ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা আত্মসাতের অভিযোগে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী ও ওই ইউনিয়নের ৭ ইউপি সদস্যের বিরুদ্ধে পৃথক ৭টি মামলা দায়ের করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক কমল কুমার রায় বাদী হয়ে ৩ ডিসেম্বর রাতে শেরপুর সদর থানায় মামলাগুলো দায়ের করেছেন।
মামলার অপর আসামি ৭ ইউপি সদস্য হচ্ছেন, বয়তুল্লাহ মেম্বার, মোশারফ হোসেন, আবদুল মালেক, হাজেরা বেগম, ইসমত আরা, আবদুর রশীদ ও শফিকুল ইসলাম ওরফে শফিকুল আলম। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, নকলা বাইপাস সড়ক প্রকল্প নির্মাণের জন্য কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া মৌজার ৪নং খতিয়ানের ২০৪ ও ২০৫নং দাগের অধিগ্রহণকৃত ১ দশমিক ৩৯ একর জমির ক্ষতিপূরণ বাবদ ৬৪ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা থেকে চেক প্রদান করা হয়। আসামিরা কয়েক দফায় কৃষি ব্যাংক শেরপুর শাখা হতে ওই টাকাগুলো উত্তোলন করেন। সেসঙ্গে কোনো কর্তৃপক্ষকে অবহিত না করে সরকারি নীতিমালা অনুসরণ না করে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে ৬৪ লাখ টাকাই আত্মসাৎ করেন। আর এ কারণেই সরকারি টাকা আত্মসাৎ করার অপরাধে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল মামলাগুলো তদন্ত করছে।