মাঝে মাঝে প্রশ্ন ফাঁস হয়: প্রধানমন্ত্রী

PM-05-12-14প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঝে মাঝে প্রশ্নপত্র ফাঁস হয়। পত্র-পত্রিকায় প্রশ্নপত্র ফাঁসের খবর এলেও অনেক সময় এসবের ভিত্তি পাওয়া যায় না। আর প্রশ্নপত্রের অনেকগুলো সেট থাকে, একটা ফাঁস আরেক সেট দিয়ে পরীক্ষা নিয়ে নেওয়া হয়।

শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

এ সময় তিনি বলেন, এখন তো প্রশ্নপত্র মাঝে মাঝে ফাঁস হয়ে থাকে। কিন্তু বিএনপির সময়ের কথা চিন্তা করেন। তখন তো প্রশ্ন ফাঁসের দরকার ছিল না, আগেই প্রশ্ন দিয়ে দেওয়া হতো। কোচিংয়ে কোচিংয়ে প্রশ্নপত্র সরবরাহ করা হতো। কিন্তু এখন তা হচ্ছে না।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে দুই একটা দুর্ঘটনা ঘটলেও আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend