জামায়াত শনিবার ‘গণতন্ত্র মুক্ত দিবস’ পালন করবে

Jamat_e_Islam_sm_822205224_1জামায়াতে ইসলামী শনিবার (৬ ডিসেম্বর) ‘গণতন্ত্র মুক্ত দিবস’ পালন করবে। দিবসটি পালনে দলের সব শাখার দায়িত্বশীলদের (নেতা) আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
এক বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় ডা. শফিকুর এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামীকাল ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে জেনারেল এরশাদের স্বৈরশাসনের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার দাবি আদায় করেছিল এবং গণতন্ত্র মুক্তি পেয়েছিল। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছিল।’
শফিকুর রহমান বিবৃতিতে আরও বলেন, ‘জেনারেল এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ নির্বাচিত সরকারকে উৎখাত করে জাতির ঘাড়ে চেপে বসেছিলেন। ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর দুঃশাসন চালিয়ে তিনি গণতান্ত্রিক রীতি-নীতি, নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণ আন্দোলন করে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ‘স্বৈরশাসনের পতন ঘটিয়ে’ ভোটাধিকার আদায় করেছিল।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আজকে আবার আওয়ামী মহাজোট সরকার স্বৈরাচারী এরশাদকে সঙ্গে নিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে। জাতিকে এ অবস্থা থেকে উদ্ধার করার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জনগণের ন্যায্য ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্ত দিবস’ পালন করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend